Student: Rahibeen Ibn Anis (HQSCA-2)

Father: Anisul Islam

Mother: Zinat Rehena

আসসালামু আলাইকুম।

আমি আমার ছেলে(রাহিবীন) কে প্রাতিষ্ঠানিকভাবে এতোদিন আরবি কিংবা বাংলা কোনটাই দেওয়ার সুযোগ হয়ে উঠেনি আমার চাকুরী এবং বদলী জনিত জটিলতায় পড়ে। এই বছর জানুয়ারিতে এসে কিং খালেদ ইনস্টিটিউটে নার্সারীতে দিয়েই আরবী পড়ানোর হুজুর খুঁজে ফিরছিলাম। কয়দিন পরেতো সবাই লকডাউনে বন্দি। কেউই বাসায় এসে পড়াতে রাজি হচ্ছিলো না। এমতাবস্থায়, তারবিয়াহ অনলাইন মাদ্রাসা আশার প্রদীপ জ্বেলে দিলো। আলহামদুলিল্লাহ,

@Mokhtar Sir আমার বিশ্ববিদ্যালয় জীবনের শিক্ষক হওয়ায় পুরো ভরসা ছিলো স্যারের উপর। চোখ বন্ধ করে ভর্তি করিয়ে দিলাম ছেলেকে।

এই ক’দিনে আমার ছেলে অনেককিছুই শিখে ফেলেছে, এমন দাবী করবো না। তবে, পড়ার পথে পথচলাটা শুরু করলো,আলহামদুলিল্লাহ।

মিথ্যা বলবোনা_প্রথম দিকে আমি নিজেও একটু উদ্বিগ্ন ছিলাম  ৫+বছরের ছোট্ট বাচ্চার উপর এতো পড়ার লোড দেখে। ছেলে আমার সবকিছুতেই উৎসাহী আলহামদুলিল্লাহ। কিন্তু, পড়া কমপ্লিট করতে না পেরে ওর মনোবল ভেঙে পড়ছিলো। ভেবেছিলাম এটা নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবো, তবে আরো কিছুদিন বুঝার চেষ্টা করলাম এবং অবশেষে বুঝতে পারলাম, এটা সেশন শুরুর পূর্বে লেবেল যাচাইয়ের একটি কৌশল ছিলো মাত্র😊

গতো তিনদিনের প্রোগ্রাম নিয়ে বলছি, আলহামদুলিল্লাহ এক কথায় অপূর্ব ছিলো🥰 সবার পরিশ্রম, আগ্রহ, উদ্যোম আল্লাহপাক কবুল করে নিক, আমীন। আমার ছেলে তিন তিনটা ইভেন্টে অংশগ্রহণ করেছে, যদিও পুরষ্কার পাওয়ার মতো কিংবা প্রতিযোগিতা করার মতো কোনভাবেই নয়(যদিও আর্ট নিয়ে একটু আশাবাদী ছিলাম, কারণ এটা বিশ্বাস ছিলো ছোট হিসেবে ও ভালোই আঁকে) আমার ছেলের আগামী মার্চে ৬বছর হবে ইনশাআল্লাহ। এটুকু বয়সে ওর প্রচেষ্টাটুকু আমার অনেক বড় প্রাপ্তি,আলহামদুলিল্লাহ।

দোয়া এবং প্রত্যাশা, আমাদের সন্তানদের দ্বীন ইসলামের প্রতি, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ভালোবাসার ইমারতের ভিত্তি হয়ে উঠুক, এই প্রতিষ্ঠান। আমীন

(এ কথাগুলো গতরাতে প্রাগ্রামে বলতে চেয়েছিলাম, সময়ের কথা ভেবে বলার সাহস করিনি। এতো লম্বা কথামালা আসলে একটি মায়ের অব্যক্ত অভিব্যক্তি।

তাই, সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ🙏)

আল্লাহ হাফেজ